ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইমরুলের প্রশংসায় পঞ্চমুখ স্টিভ রোডস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
ইমরুলের প্রশংসায় পঞ্চমুখ স্টিভ রোডস

জাতীয় দলে জায়গা না পেলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ইমরুল কায়েস। বিপিএলের ২০১৯ মৌসুমে তার নেতৃত্বেই শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এবারও ইমরুলের নেতৃত্বে কোনো দিক দিয়ে কম যাচ্ছে না দলটি। প্রথম দুই ম্যাচে তার অধিনায়কত্ব দেখে মুগ্ধ দলটির পরামর্শক স্টিভ রোডস।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ফরচুন বরিশালকে হারানোর পর ইমরুলের ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশে দলের সাবেক কোচ স্টিভ রোডস। তিনি বলেন, ‘ইমরুল আজকে দলকে খুব, খুব ভালো নেতৃত্ব দিয়েছে। প্রথম ম্যাচেও তার অধিনায়কত্ব ছিল দারুণ। আমার মনে হয়, অধিনায়ক হিসেবে সে পরিণত হয়ে উঠছে। এটা ভালো ইঙ্গিত, সত্যিই ভালো ইঙ্গিত। ’

বিপিএলের ফেবারিট দল বরিশালকে হারানোর ক্ষেত্রে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অলরাউন্ড পারফরম্যান্সে ছিল দুর্দান্ত। বিষয়টি জানাতে ভুলেননি রোডস। তিনি বলেন, ‘শুরুটা ভালো হয়েছে, দুই ম্যাচে দুই জয়। আজকে তুলনামূলকভাবে বেশি পেশাদার অলরাউন্ড পারফরম্যান্স ছিল। আজকে পারফরম্যান্সের সব দিক থেকেই আমি উচ্ছ্বসিত। একটা স্কোর গড়তে পেরেছি শুরুতে, যেটা আমাদের মনে হয়েছে লড়ার মতো রান। বোলিং আজকে ছিল অসাধারণ। বিশেষ এরকম কঠিন কন্ডিশনে, শিশির ভেজা বলে, স্পিনাররা দারুণ করেছে। ’

মাত্র দুই ম্যাচ খেলে দুটিতেই জয়লাভ করে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে কুমিল্লা। তবে এখনও অনেক দূর যেতে হবে উল্লেখ করে রোডস বলেন, ‘এখনও অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে, দল ও সমর্থকদের জন্য এটিই গুরুত্বপূর্ণ বার্তা। মাটিতে পা রাখতে হবে। এখনও অনেক দূর যেতে হবে এই প্রতিযোগিতায়। ’

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘন্টা, জানুয়ারি ২৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।