ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুকি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক নাঈম ইসলাম।

এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে চট্টগ্রাম। অপরদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুটি পরিবর্তন নিয়ে নামছে। একাদশে নেই মুমিনুল হক ও মাহিদুল ইসলাম অঙ্কন। এই ম্যাচ দিয়ে এবারের বিপিএলে যাত্রা শুরু করবেন তারকা ওপেনার লিটন দাস। এছাড়া একাদশে সুযোগ পেয়েছেন আরিফুল হক।

৫ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চট্টগ্রাম। ২ ম্যাচ খেলা কুমিল্লা ২ জয় নিয়ে আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল দুইবারের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: কেনার লুইস, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, নাঈম ইসলাম (অধিনায়ক), উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, রেজাউর রহমান রাজা ও নাসুম আহমেদ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ক্যামেরন ডেলপোর্ট, মাহমুদুল হাসান জয়, ফাফ ডু প্লেসি, ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, করিম জানাত, আরিফুল হক, নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।