ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ খেলতে ঢাকা ছেড়েছে নারী দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
বিশ্বকাপ খেলতে ঢাকা ছেড়েছে নারী দল

নারীদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ দুপুর দুপুর ১টা ২০ মিনিটে বাংলাদেশ দলের ২০ সদস্যের বহর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দেশ ত্যাগ করেছে।

 

বিসিবির সূত্র জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় সিঙ্গাপুর থেকে অকল্যান্ডে পৌছবে বাংলাদেশ দল। এরপর ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর অনুশীলন শুরু করবে টাইগ্রেসরা।

এদিকে দলের যাত্রার আগেই জানা গেছে একজন ক্রিকেটারসহ দলের আরও দুই সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। যে কারণে তাদের রেখেই বাকিরা আজ বিমানে উঠেছে বাংলাদেশ দল। আক্রান্ত তিনজনকে ৮ দিনের আইসোলেশনে থাকতে হবে।  

নিউজিল্যান্ডে আগামী মাসের ৪ তারিখ শুরু হবে নারী বিশ্বকাপের এবারের আসর। ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডানেডিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। সেই প্রস্তুতি ম্যাচের আগে নিউজিল্যান্ডের স্থানীয় দলের বিপক্ষে আরও দুটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করে রেখেছে বিসিবি। আগামী ৩ এপ্রিল ক্রাইস্টর্চাচে ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে বিশ্বকাপের এবারের আসর।

একনজরে বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মোসাম্মত রিতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম।

ট্রাভেলিং রিজার্ভ: সানজিদা আক্তার মেঘলা ও নুজহাত তাসনিয়া।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।