ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কোমরের চোটে পিএসএল ছাড়লেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
কোমরের চোটে পিএসএল ছাড়লেন আফ্রিদি

এবারই শেষবারের মতো পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) খেলার কথা ছিল শহীদ আফ্রিদির। করোনা আক্রান্ত হওয়ায় কিছুটা দেরিতে হলেও কোয়েটা গ্ল্যাডিয়ের্সের জার্সিতে মাঠে নামতে দেখা গেছে তাকে।

কিন্তু কোমরের চোটের কারণে আসরের মাঝপথেই বিদায় নিলেন এই সাবেক পাকিস্তানি অধিনায়ক।

আজ রোববার কোয়েটার অফিসিয়াল ওয়েবসাইটে শেয়ার করা এক ভিডিওতে আফ্রিদি বলেন, 'পিএসএলের এই মৌসুমটা আমি ভালোভাবে শেষ করতে চেয়েছিলাম। কিন্তু আমি দীর্ঘদিন ধরে কোমরের চোটে ভুগছি। প্রায় ১৫-১৬ বছর এই চোট নিয়েই আমায় খেলতে হয়েছে। তবে ওই চোটটা এখন এতটাই বেড়ে গেছে যে, আমার হাঁটু, এমনকী পায়ের আঙুলেও ভীষণ ব্যথা হয়। পিএসএলের পর কিছুটা সময় পেতাম, তাই আমি এই টুর্নামেন্টটা ভালোভাবে খেলতে চাইছিলাম। কিন্তু ব্যথা সহ্য করে খেলা চালিয়ে যেতে পারছি না আমি। '

বয়স ৪১ পেরিয়ে গেলেও এখনও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগগুলোতে খেলে যাচ্ছেন আফ্রিদি। এবারের পিএসএলেও বল হাতে ভালোই করছিলেন তিনি। গতকাল শনিবার ইসলামাবাদের বিপক্ষে এক হাই স্কোরিং ম্যাচে ২৭ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন। কিন্তু একদিন পরই এলো দুঃসংবাদ। তবে এখনই অবসর নিচ্ছেন না তিনি। বরং খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি, 'পুরো পিএসএল খেলতে না পারায় আমি সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। তাদের জন্যই শেষবার খেলতে নেমেছিলাম। তবে সামনে টি-টেনের মতো আরও লিগ আছে। তাই এবার পুনর্বাসন নিয়ে কাজ করব। তাতে দুই-তিন মাস সময় লাগবে। আশা করছি আবার সমর্থকদের সামনে খেলার সুযোগ পাব। '

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।