ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠাল খুলনা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠাল খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দুপুর সাড়ে ১২টায় গড়াবে।  

এ ম্যাচে যে দল হারবে তারা টুর্নামেন্ট থেকে বাদ পড়বে। আর যে দল জিতবে তারা কোলিয়াফায়ার থেকে হেরে যাওয়া দলের মুখোমুখি হবে।  

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: কেনার লুইস, জাকির হাসান, চ্যাডউইক ওয়ালটন, আফিফ হোসেন (অধিনায়ক), বেনি হাওয়েল, শামীম হোসেন, মেহেদি হাসান, আকবর আলী (উইকেটরক্ষক), মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

খুলনা টাইগার্স একাদশ: আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক-উইকেটরক্ষক), সিকান্দার রাজা, থিসারা পেরেরা, মেহেদী হাসান, ফরহাদ রেজা, খালেদ আহমেদ, নাবিল সামাদ, রুয়েল মিয়া।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।