ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কাটার মাস্টারের মাথায় ফের বোলিংয়ের মুকুট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
কাটার মাস্টারের মাথায় ফের বোলিংয়ের মুকুট ফাইল ফটো

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসরে সর্বোচ্চ উইকেট শিকারির মুকুট নিজের মাথায় পরেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁ হাতি পেসার মোস্তাফিজুর রহমান। কুমিল্লাকে তৃতীয়বারের মতো শিরোপা জেতানোর পথে ১১ ম্যাচে আসরের সর্বোচ্চ ১৯ উইকেট শিকার করেছেন তিনি।

বোলিং করেছেন ৩৮.৪ ওভার। তাতে ২৫৭ রান খরচ করেছেন তিনি। এ নিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন মোস্তাফিজ।  

সবশেষ ২০২০ সালের আসরে রংপুর রেঞ্জার্সের জার্সিতে ১২ ম্যাচে নিয়েছিলেন ২০ উইকেট। মোস্তাফিজের আগে দুবার (পঞ্চম ও ষষ্ঠ আসর) বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন সাকিব আল হাসান।

বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে রয়েছেন-মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ১১ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ৫/২৭। ডোয়াইন ব্রাভো (ফরচুন বরিশাল) ১০ ম্যাচে ১৮ উইকেট, সেরা বোলিং ৩/৩০। সাকিব আল হাসান (ফরচুন বরিশাল) ১১ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ৩/২৩। তানভির ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ১২ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ২/১৯। মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ৮ ম্যাচে ১৫ উইকেট, সেরা বোলিং ৪/১২।

বিপিএলের প্রতি আসরে সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে রয়েছেন- ইলিয়াস সানি (ঢাকা গ্ল্যাডিয়েটরস) ১২ ম্যাচে ১৭ উইকেট, সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট (প্রথম আসর)। আলফনসো থমাস (ঢাকা গ্ল্যাডিয়েটরস) ১২ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১৯ রানে ৩ উইকেট (দ্বিতীয় আসর)। কেভন কুপার (বরিশাল বুলস) ৯ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ১৫ রানে ৫ উইকেট (তৃতীয় আসর)। ডোয়াইন ব্রাভো (ঢাকা ডায়নামাইটস) ১৩ ম্যাচে ২১ উইকেট, সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট (চতুর্থ আসর)। সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) ১৩ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৫ উইকেট (পঞ্চম আসর)। সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) ১৫ ম্যাচে ২৩ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট (ষষ্ঠ আসর)। মোস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স) ১২ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট (সপ্তম আসর)। মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ১১ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ২৭ রানে ৫ উইকেট (অষ্টম আসর)।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
নিউজ ডেস্ক
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।