ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নাটকীয় ম্যাচে ক্যারিবীদের হারিয়ে সিরিজ জিতল ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
নাটকীয় ম্যাচে ক্যারিবীদের হারিয়ে সিরিজ জিতল ভারত

শেষ ৪ বলে জয়ের জন্য দরকার ২৩ রান রোভম্যান পাওয়েল হার্শাল প্যাটেলের প্রথম দুই বল থেকে দুটি ছক্কা আদায় করে নিলেন। তবে হার্শাল পরের দুই বল চতুরতার সঙ্গে করে ভারতকে ৮ রানের জয় এনে দেন।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে ২-০ ব্যবধানে সিরিজই ঘরে তুললো রোহিত বাহিনী।

কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।

১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৬ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন পাওয়েল। এছাড়া ক্যারিবীয়দের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ বলে ৬২ করেন নিকোলাস পুরান।

ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার, যুজভেন্দ্র চাহাল ও রবি বি্ঞ্ষুই একটি করে উইকেট পান।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ও ঋষভ পন্থের অপরাজিত ফিফটিতে রান পাহাড় করে ভারত। কোহলি ৪১ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫২ রান করে রোস্টন চেজের বলে আউট হন। তবে পন্থ ২৮ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫২ রানের হার না মানা ইনিংস খেলেন।

উইন্ডিজ বোলার চেজ সর্বোচ্চ ৩টি উইকেট পান।

ম্যাচ সেরা হন পন্থ।

আগামীকাল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।