ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

উইন্ডিজ সিরিজ থেকে কোহলি-পন্থকে ছেড়ে দিল ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
উইন্ডিজ সিরিজ থেকে কোহলি-পন্থকে ছেড়ে দিল ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ বাকি থাকতেই বিরাট কোহলি ও ঋষভ পন্থকে জৈব-সুরক্ষা বলয় থেকে ছেড়ে দিল ভারত। রোববার ইডেন গার্ডেন্সে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

মূলত দলে পর্যাপ্ত ক্রিকেটার থাকার কারণেই তাদের ছেড়ে দেওয়া হলো। এছাড়া ভারত ইতোমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে।

পাশাপাশি ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান সহ-অধিনায়ক তিন ফরম্যাটেই খেলে থাকেন। তাই কিছুদিন পরই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।