ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফগানদের বিপক্ষে সহজ পরিকল্পনায় সিরিজ জিততে চায় টাইগাররা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
আফগানদের বিপক্ষে সহজ পরিকল্পনায় সিরিজ জিততে চায় টাইগাররা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পর বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যে চট্টগ্রামে উড়াল দিয়েছে টাইগারদের একাংশ।

তিন ম্যাচের এই সিরিজের সবকটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি।

দলের একাংশ চলে গেলেও করোনা পজিটিভ থাকায় যেতে পারেননি ব্যাটিং কোচ জেমি সিডন্স। আর বিপিএল ফাইনাল খেলা সাকিব আল হাসান, লিটন দাশ, মাহমুদুল হাসান জয় ও মোস্তাফিজুর রহমানকে দেওয়া হয়েছে একদিন বাড়তি বিশ্রাম।

এদিকে চট্টগ্রাম যাওয়ার আগে অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ জানালেন, আগের মতোই সহজ পরিকল্পনায় খেলে সিরিজ জিততে চায় টাইগাররা। তবে সিরিজ জয়ের আশা করলেও আফগানদের হোয়াইওয়াশ করার নিশ্চয়তা দিতে পারছেন না মিরাজ। শুধু বলেছেন, আফগানদের সাথে তারা ভালো ক্রিকেট খেলতে চান।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।