ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন রয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ১, ২০২২
আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন রয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর থেকে নিজের নাম প্র্যতাহার করে নিলেন ইংল্যান্ডের ব্যাটার জেসন রয়। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, জৈব সুরক্ষা বলয়ের ধকল থেকে বাঁচতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

আইপিএল এবারের মেগা নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় গুজরাট টাইটান্স। তবে এই ওপেনার ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। যদিও তার বিকল্প কে হবেন, এখনও ঠিক করতে পারেনি গুজরাট।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএল না খেলার সিদ্ধান্ত নিলেন রয়। এর আগে ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে রয়কে দলে নেয়। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই আসরে না খেলার সিদ্ধান্ত নেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।