ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রাম ওয়ারিয়রস টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হীরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
চট্টগ্রাম ওয়ারিয়রস টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হীরা

চট্টগ্রাম ওয়ারিয়রস টুর্নামেন্ট কমিটিতে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ক্লাব প্রাঙ্গনে পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে সভায় বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক ও সাবেক ম্যানেজার  শফিকুল হক হীরাকে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য খুব শিগগিরই কক্সবাজার ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ মাস্টার্স কাপ অনুষ্ঠিত হবে।

নির্বাচিত হওয়ার পর টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শফিকুল হক হীরা আশা প্রকাশ করেন বাংলাদেশ মাস্টার্স কাপ খুব ঝাকজমকপূর্ণ বড় পরিসরে সফলভাবে সমাপ্ত করার আশা প্রকাশ করেন তাছাড়া এই বছর চট্টগ্রামে বয়স ভিত্তিক কয়েকটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।