ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘আইপিএলে নেওয়া হলে সাকিব মানসিকভাবে বিপর্যস্ত থাকত?’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
‘আইপিএলে নেওয়া হলে সাকিব মানসিকভাবে বিপর্যস্ত থাকত?’

কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবের খেলার ব্যাপারে পজিটিভ মন্তব্য করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু বিষয়টি মিথ্যা প্রমাণ করে সোমবার (৭ মার্চ) দক্ষিণ আফ্রিকা সফরে খেলবেন না বলে জানিয়ে দেন সাকিব।

পাল্টা জবাবে নিজের ক্ষোভ প্রকাশ করেন বিসিবি সভাপতি।

সংবাদমাধ্যমকে পাপন বলেন, 'গতকাল রাতে জালাল ভাই (জালাল ইউনুস) আমাকে ফোন করে বললেন, সাকিব বলছে সে দক্ষিণ আফ্রিকায় খেলবে না, সে দুবাই যাচ্ছে। কারণ আফ্রিকায় যাওয়ার মতো সে মানসিক ও শারীরিকভাবে ফিট না। আমি তাকে প্রশ্ন করলাম, আপনি কিছু বলেননি? জালাল বললেন, আমি তাকে বলেছি তুমি দুই দিন ভাবো তারপর আমাদের জানাও। আমি তখন জালালকে বললাম, সাকিবকে বলে দেন যে যা বলার লিখিত দিতে হবে। মৌখিক কথায় হবে না। সে তো আমার কাছে স্বীকার করছে যে খেলবে, এখন সে বলছে খেলবে না। '

দক্ষিণ আফ্রিকা সফরে না খেলার ব্যাপারে সাকিব মানসিকভাবে বিপর্যস্ত থাকার কথা উল্লেখ করেন। তিনি জানান আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এনজয় করেননি। বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন পাপন।

তিনি বলেন, 'আবার কোথায় যেন বলেছে শুনলাম, সে ওডিআই খেলবে না, টেস্ট খেলবে! সে যদি যেতে না চায় এটা নতুন কিছু না। আমার মনে হয় সে একটু মেন্টালি ডিস্টার্বড। ও দুই দিন সময় নিয়েছে। একটু ভাবুক। ভেবে আমাদের জানাক। বিশ্বের প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলা। যখন নাকি দল জেতে আর ওই টিমে সে থাকে তখন সেইটা হবে দারুণ খুশির ব্যাপার। সেখানে সাকিব এই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি  সিরিজ নাকি এনজয়ই করে নাই! সে এনজয়ই করে নাই...। ’

আইপিএলে নাম দেওয়ার বিষয় টেনে তুলে পাপন আরও বলেন, 'আমরা যে ওয়ানডে সিরিজ জিতি, তাতে এনজয় করে নাই! প্রথম টি-টোয়েন্টি জিতলাম, তাতেও এনজয় করে নাই! হোয়াই? তার যদি অফ ফর্ম থাকে তাহলে বলুক খেলব না। খেলা শেষ হওয়ার পর এনজয় করি নাই, আগ্রহ নাই বলছ কেন? কিভাবে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়? মানসিকভাবে বিপর্যস্ত হইলে তো সে আইপিএলে খেলতে যেত না। ধরেন ওকে আইপিএলে নেওয়া হলো, তখন কি ও নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত বলত? জিনিসটা আমার মাথাতেই ঢুকছে না!'

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।