ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নকে নিয়ে বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
ওয়ার্নকে নিয়ে বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন গাভাস্কার

বিশ্বসেরা স্পিনার হওয়ার দৌড়ে শেন ওয়ার্ন কতখানি এগিয়ে ছিলেন এটি নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে ভুল সময়ে বেফাঁস মন্তব্য করে রেহাই পাননি ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।

ওয়ার্নের চিরবিদায়ের একদিন পরেই বিশ্বসেরা স্পিনারের কথা বলতে গিয়ে একরকম কটাক্ষ করেন গাভাস্তার। বিষয়টি নিয়ে তিনি সমালোচিত হন ভারতীয় ক্রিকেটপ্রেমিদের কাছেও।

শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হলো গাভাস্কারকে। সোমবার (৭ মার্চ) ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় গাভাস্কার বলেন, ‘এই পরিস্থিতে আমাকে প্রশ্ন করাটা ঠিক হয়নি, আমারও উত্তর দেওয়া উচিত হয়নি। কারণ, ওয়ার্নকে তুলনা করা বা বিচার করার ওটা সঠিক সময় নয়। ওয়ার্ন এ খেলাটার অন্যতম সেরা একজন খেলোয়াড়। রডনি মার্শও অন্যতম সেরা উইকেটরক্ষক। তাদের আত্মা শান্তি পাক। ’

ভিডিওতে ক্ষমা চাইলেও এখনো নিজের করা মন্তব্যে অনড় গাভাস্কার। সেটি কৌশলে বুঝিয়েও দিয়েছেন, ‘টিভিতে আমাকে এক সঞ্চালক ওয়ার্ন সেরা স্পিনার কি না, জিজ্ঞাসা করেছেন এবং আমি সৎ অভিমত দিয়েছি। ’

উল্লেখ্য যে, ওয়ার্ন মারা যাওয়ার একদিন পর এক টিভি সাক্ষাৎকারে গাভাস্কার বলেছিলেন, ‘আমার কাছে ভারতীয় স্পিনার আর মুরালিধরনই ওয়ার্নের চেয়ে এগিয়ে। কারণ ভারতের বিপক্ষে ওয়ার্নের রেকর্ড দেখুন, খুবই সাধারণ মানের। ভারতীয়রা স্পিন খুব ভালো খেলে। তাই আমার মনে হয় না ওয়ার্ন সর্বকালের সেরা। ভারতের বিপক্ষে সাফল্যের বিচারে আমার কাছে মুরালিধরনই সবার ওপরে থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।