ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নারী বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
নারী বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা

আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সালমা খাতুন। এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের নিয়েই এই একাদশ সাজানো হয়েছে।

যেখানে দলের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়াকে এবার শিরোপা জেতানো ম্যাগ লেনিংকে।

বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার চারজন, দক্ষিণ আফ্রিকার তিনজন, ইংল্যান্ড থেকে দুইজন ও ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের একজন রয়েছেন এই একাদশে।

তবে সালমা সুযোগ পেলেও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের কেউই এই দলে ঠাই করে নিতে পারেননি। অফস্পিনিং অলরাউন্ডার সালমা টুর্নামেন্টে ১০ উইকেট শিকার করেছেন।

আইসিসির বিশ্বকাপ সেরা একাদশ: লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (উইকেটরক্ষক) (অস্ট্রেলিয়া), ম্যাগ লেনিং (অধিনায়ক) (অস্ট্রেলিয়া), রেচেল হেনেস (অস্ট্রেলিয়া), নেট স্কাইভার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), হেইলে ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), শপি এক্সলেসটন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), সালমা খাতুন (বাংলাদেশ)।

১২তম সদস্য : চার্লি ডিন (ইংল্যান্ড)।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।