ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

স্লেজিং নিয়ে উল্টো সুর মুমিনুলের!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
স্লেজিং নিয়ে উল্টো সুর মুমিনুলের!

ডারবান টেস্টে ২২০ রানের বিশাল পরাজয়ের পর দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন মুমিনুল হক। বাংলাদেশ টেস্ট অধিনায়কের দাবি ছিল, স্লেজিংয়ের নামে নোংরা গালাগাল করছিলেন প্রোটিয়া ক্রিকেটাররা।

কিন্তু এবার তার কণ্ঠে উল্টো সুর শোনা গেল।

আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুমিনুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি স্লেজিং নিয়ে কোনো অভিযোগ করিনি। কারণ, ক্রিকেটে স্লেজিং হবেই। এটা মেনে নিতেই হবে। এটাকে সহজভাবে নিতে হবে। আমি এ ব্যাপারে কোনো অভিযোগ করিনি। আপনি হয়তো ভুল শুনেছেন!'

অথচ মুমিনুল এর আগে বলেছিলেন, 'ক্রিকেট মাঠে স্লেজিং সব সময় হয়। স্লেজিং হবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্লেজিং যখন গালাগালির পর্যায়ে চলে যায়, এটা খুব খারাপ। আমার মনে হয়েছে, মাঝেমধ্যে ওরা গালাগালি করছিল, খুব বাজেভাবে। যেটা আম্পায়ার ওইভাবে খেয়াল করেননি। ' 

এর জবাবে আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ডিন এলগার বলেন, 'তাদের (বাংলাদেশ দলের অভিযোগের কোনো ভিত্তি নেই। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিয়ে ওরা যা বলেছে…।  যদি কিছু হয়েও থাকে, সেটি আমরা প্রতি-উত্তর দিচ্ছিলাম। কারণ আমরা ব্যাটিং করার সময় তাদের স্লেজিংয়ের শিকার হয়েছি!'

টাইগারদের খোঁচা মেরে এলগার আরও বলেন, 'এটাই টেস্ট ক্রিকেট। এই স্তরে এসে খেলাটাই হয় পৌরুষদীপ্ত এবং আমি এখনো খেলাটি কঠোরভাবেই খেলতে চাই। তবে এর মানে এই নয় যে আমরা গালাগাল করব, বাজে ভাষায় কথা বলব। কারণ আমরা তাদের সম্মান করি। আমরা শুধু জবাব দিচ্ছিলাম, কারণ আমাদেরও স্লেজিং করা হয়েছে। আমার মনে হয় ওদের আরো কঠোর হওয়া উচিত। হয়তো ওরা এ পর্যায়ে খেলার জন্য অতটা অভ্যস্ত নয়। '

সূত্র: কালেরকণ্ঠ

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।