ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এলগারের ব্যাটে প্রথম সেশন দ.আফ্রিকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
এলগারের ব্যাটে প্রথম সেশন দ.আফ্রিকার

সারেল বিদায় নিল এলগারকে সঙ্গ দেন কিগান পিটারসেন। একপ্রান্তে থিতু হয়ে ব্যাট করে ৬৬ বলে ৬ বাউন্ডারিতে অর্ধশতক তুলে নেন প্রোটিয়া অধিনায়ক।

তার ব্যাটে ভর করেই প্রথম সেশনে ১০৭ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০৭ রান।

এর আগে শুক্রবার (৮ এপ্রিল) পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার।  

ব্যাট করতে নেমে ভালো শুরু করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার ও ওপেনার সারেল এরউই। ৭২ বলে ৫২ রানের জুটি গড়েন তার। দ্বাদশ ওভারের শেষ বলে সারেলকে ফিরিয়ে জুটি ভাঙেন খালেদ আহমেদ। উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ২৪ রানে সাজঘরে ফেরেন সারেল।

এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুই পরিবর্তন। ওপেনার সাদমান ইসলামের পরিবর্তে দলে ফিরেছেন তামিম ইকবাল। চোটে পড়া তাসকিন আহমেদের জায়গায় এসেছেন স্পিনার তাইজুল ইসলাম। অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে প্রথম টেস্টজয়ী দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।