ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিবের শাশুড়ি মারা গেছেন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
সাকিবের শাশুড়ি মারা গেছেন ইরামকে কোলে নিয়ে সাকিবের শাশুড়ি নার্গিস বেগম (বাঁয়ে)

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছেন। শুক্রবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

 

দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। সাকিব আল হাসান বর্তমানে দেশের বাইরে রয়েছেন।

গত ১ এপ্রিল বড় মেয়ে আলায়না হাসান অব্রিকে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি। আলায়নার স্কুল খুলে যাওয়ার কারণেই মূলত সেখানে যেতে হয়েছে সাকিবের। তবে দেশে মায়ের সঙ্গেই ছিলেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

আজ গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: কালের কণ্ঠ

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।