ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

মহারাজের 'ঝড়ো' ফিফটির পর তাইজুলের আঘাত, চারশোর পথে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
মহারাজের 'ঝড়ো' ফিফটির পর তাইজুলের আঘাত, চারশোর পথে প্রোটিয়ারা

কাইল ভেরেইনার বিদায়ের পরও লোয়ার মিডল অর্ডারের জোরে প্রোটিয়ারা যাচ্ছে রানপাহাড়ের দিকে। এরইমধ্যে ওয়ানডের মেজাজে ফিফটি হাঁকিয়েছেন 'স্পিনার' কেশভ মহারাজ।

তবে আরেক ব্যাটার উইয়ান মুলডারকে (৩৩) বেশিদূর যেতে দেননি তাইজুল ইসলাম। তাকে বিদায় করে ম্যাচে নিজের চতুর্থ উইকেট তুলে নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

প্রথম সেশন শেষে স্বাগতিকদের প্রথম ইনিংসের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩৮৪ রান। এই সেশনে বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট, দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০৬ রান। ৫৫ রানে মহারাজ এবং সিমন হার্মার ৩ রানে অপরাজিত আছেন।  

পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। ৫ উইকেটে ২৭৮ রান নিয়ে আজ ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। আর দিনের প্রথম ওভারেই রিভিও হারায় বাংলাদেশ। ওভারের শেষ বল কাইল ভেরেইনের প্যাডে লাগলে লেগ বিফোরের আবেদন করেন বোলার ও ফিল্ডাররা। আম্পায়ার সাড়া না দিলে খালেদের জোরাজুরিতেই রিভিও নেন অধিনায়ক মুমিনুল। কিন্তু রিপ্লেতে দেখা যায় বল স্ট্যাম্প মিস করতো।  

দলের রিভিউ নষ্ট করার পর অবশ্য দিনের প্রথম ব্রেক থ্রুটা আসে খালেদের হাত ধরেই। তার গুড লেন্থের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন দ. আফ্রিকার লোয়ার মিডল অর্ডার ব্যাটার কাইল ভেরেইনে (২২)। কিন্তু ভেরেইনার বিদায়ের পর যেন সাপে বর হয় স্বাগতিকদের জন্য। কারণ এরপর মহারাজ ও মুলডার মিলে গড়েছেন ৮০ রানের দারুণ এক জুটি। মহারাজ তো রীতিমতো ওয়ানডে স্টাইলে ব্যাট করে মাত্র ৫০ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। এক ওভার পরেই অবশ্য মুলডারকে বিদায় করে জুটি ভাঙেন তাইজুল। মুলডার এগিয় এসে খেলতে চাইলে বল অফ-স্ট্যাম্পে আঘাত হানে। ৭৭ বল স্থায়ী মুলডারের ব্যাট থেকে আসে ৩৩ রান।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।