ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টানা পাঁচ ম্যাচ হারল মুম্বাই ইন্ডিয়ান্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
টানা পাঁচ ম্যাচ হারল মুম্বাই ইন্ডিয়ান্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারও জয়ের দেখা পায়নি মুম্বাই ইন্ডিয়ান্স। আসরের ২৩তম ম্যাচে দলটিকে ১২ রানে হারায় পাঞ্জাব কিংস।

এই নিয়ে টানা পাঁচ ম্যাচের একটিতেও জয় তুলে নিতে পারল না রোহিত শর্মার দল।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে পাঞ্জাব। জবাবে শেষ পর্যন্ত লড়েও জয়ের দেখা পাননি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটাররা। ইনিংস থামে ১৮৬ রানেই।

পাঞ্জাবের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেননি রোহিত শর্মা ও ইশান কিশান। ১৭ বলে ২৮ রান করে রোহিতের ফেরার পর ইশান ফেরেন মাত্র ৩ রান করে। এরপর দলের হাল ধরেন ডেওয়াল্ড ব্রেভিস ও তিলক বর্মা। ৪১ বলে ৮৪ রানের দারুণ জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান তারা। কিন্তু একাদশ ওভারে অর্ধশতকের এক রান আগে ব্রেভিস বিদায় নিলে ধ্বস নামে মুম্বাই শিবিরে। থিতু হয়ে থাকা তিলক রান আউট হন ৩৬ রান যোগ করে।

পঞ্চম উইকেটে ব্যাট করতে নেমে অবশ্য একাই লড়তে থাকেন সূর্যকুমার যাদব। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি কাইরন পোলার্ড। ১০ রানে পোলার্ডের বিদায়ের পর রাবাদার শিকার হন সূর্যকুমার। ৩০ বলে ৪৩ রান করে বিদায় নেন তিনি। শেষ ওভারে এসে ওডেন স্মিথের দারুণ বোলিংয়ে উইকেট হারান জয়দেব উনাদকাট (১২), জসপ্রিত বুমরাহ (০) ও টিমাল মিলস (০)। ফলে ৯ উইকেট হারিয়ে ১৮৬ রানেই থেমে যায় মুম্বাইয়ের ইনিংস।

পাঞ্জাবের হয়ে একাই ৪ উইকেট তুলে নেন স্মিথ। জোড়া উইকেট শিকার করেন রাবাদা। একটি উইকেট পান অরোরা।  

এর আগে ব্যাট করতে নেমে পাঞ্জাবের দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও শিখর ধাওয়ানের ব্যাটে দুর্দান্ত সূচনা পায় পাঞ্জাব। ৯৭ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। ঝড়ো ফিফটি হাঁকিয়ে ৩২ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫২ রানের দারুণ ইনিংস খেলেন মায়াঙ্ক। এরপর ব্যাটিংয়ে নেমে জনি বেয়ারস্টো ১৩ ও লিয়াম লিভিংস্টোন ২ রানে বিদায় নেন। তবে একপ্রান্ত আগলে রাখেন ধাওয়ান। ১৭তম ওভারে এসে থামেন এই বাঁহাতি ওপেনার। তার ব্যাট থেকে সর্বোচ্চ ৭০ রান।

শেষদিকে এসে ২.৪ ওভারে ৪৬ রানের জুটি গড়েন জিতেশ ও শাহরুখ। শেষ ওভারে আউট হওয়ার আগে ৬ বলে ১৫ রান করেন শাহরুখ। অপরাজিত থাকা জিতেশ ১৫ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে এনে দেন ১৯৮ রানের বড় সংগ্রহ।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।