ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দশ হাজার রানের মাইলফলকে রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
দশ হাজার রানের মাইলফলকে রোহিত শর্মা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে মুম্বাই ইন্ডিয়ান্স হারের বৃত্তে ঘুরতে থাকলেও ব্যক্তিগতভাবে ব্যাটে খারাপ রান পাচ্ছেন না অধিনায়ক রোহিত শর্মা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নেমে ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০ হাজার রান পূর্ণ করলেন তিনি।

তালিকায় শীর্ষে আছেন বিরাট কোহলি।

ব্যাটিংয়ে নামার আগে ১০ হাজার রান থেকে মাত্র ২৫ রান দূরে ছিলেন রোহিত। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাবের বিরুদ্ধে ৩ চার ও ২ ছক্কায় ১৭ বলে ২৮ রান করার পথে তিনি ছুঁয়ে ফেলেন ১০ হাজার রানের মাইলফলক।

সব মিলিয়ে বিশ্বের সাত নম্বর ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১০ হাজার রানের মালিক হলেন রোহিত। কোহলি ছাড়া রোহিতের আগে এই ক্লাবে নাম লিখিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, পাকিস্তানের শোয়েব মালিক, উইন্ডিজের কায়রন পোলার্ড এবং অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।