ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

শততম ম্যাচে রাহুলের সেঞ্চুরি, মুম্বাইয়ের টানা ষষ্ঠ হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
শততম ম্যাচে রাহুলের সেঞ্চুরি, মুম্বাইয়ের টানা ষষ্ঠ হার

আইপিএলের নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টানা ছয় ম্যাচ হারলো মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে লোকেশ রাহুল নিজের শততম আইপিএল ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিলেন; যার ওপর ভর করে জয় তুলে নিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

আজ শনিবার মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে লক্ষ্ণৌর ছুড়ে দেওয়া ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৮১ রান তুলতে পারে মুম্বাই। ফলে ১৮ রানে জয় তুলে নেয় লক্ষ্ণৌ।  

এই নিয়ে আসরে নিজেদের চতুর্থ জয় তুলে নিল লক্ষ্ণৌ। ৬ ম্যাচে রাহুলবাহিনীর সংগ্রহ ৮ পয়েন্ট। সমান পয়েন্ট শীর্ষে থাকা গুজরাট টাইটান্সেরও। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় দুইয়ে লক্ষ্ণৌ। তাছাড়া গুজরাট এক ম্যাচ কম খেলেছে।

লক্ষ্য তাড়ায় নেমে ১৬ রানেই ওপেনার রোহিত শর্মার (৬) উইকেট হারায় মুম্বাই। এরপর আরেক ওপেনার ঈশান কিষাণ (১৩) ও ডেওয়াল্ড ব্রেভিস (৩১) মিলে ধাক্কা সামাল দিলেও দলীয় ৫৭ রানেই দুজনের বিদায়ে ফের বিপাকে পড়ে আইপিএলের ইতিহাসে অন্যতম সফল এই দলটি। এরপর তিলক ভার্মা (২৬) ও সূর্যকুমার যাদব (৩৭) মুম্বাইকে লড়াইয়ে রাখেন। তাদের ৪৮ বলে ৬৮ রানের জুটি ভাঙে জেসন হোল্ডারের বলে তিলক বিদায় নিলে। কিছুক্ষণ পর একই পথে হাঁটেন সূর্যকুমার।  

শেষদিকে মুম্বাইকে আশা দেখান কাইরন পোলার্ড ও জয়দেব উনাদকাট। ১৯তম ওভারে জয়দেব হোল্ডারের এক ছক্কা ও দুই চারে দেন ১৭ রান। পোলার্ডও স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিং চালিয়ে গেছেন। কিন্তু শেষ ওভারে তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬ রান। চামিরার করা ওভারের প্রথম বলেই জোড়া রান নিতে গিয়ে রান আউট হন জয়দেব। পরের বলে ছক্কা হাঁকান মুরুগান অশ্বিন। কিন্তু তৃতীয় বলেই রান আউট হয়ে ফেরেন তিনি। চতুর্থ বলে ক্যাচ দিয়ে ফেরেন পোলার্ডও (২৫)। ফলে শেষ হয় মুম্বাইয়ের লড়াই।

এর আগে লক্ষ্ণৌ ইনিংস ছিল রাহুলময়। শুরুতে কিছুটা দেখেশুনে খেললেও ওপেনিং সঙ্গী কুইন্টন ডি কক (২৪) বিদায় নিতেই হাত খুলে শট খেলেন লক্ষ্ণৌ অধিনায়ক। প্রথমে মনিশ পান্ডের সঙ্গে ৪৭ বলে ৭২ রানের জুটি গড়েন রাহুল। মনিশের ব্যাট থেকে আসে ৩৮ রান। তবে ৩৩ বলে ফিফটি তুলে রাহুল থামেননি। শেষ তিন ওভারে তার ব্যাটিং তাণ্ডবে ৫৪ রান তুলে ফেলে মুম্বাই। আর রাহুল ৫৬ বলে নিজের শততম আইপিএল ম্যাচে তুলে নেন দুর্দান্ত এক ফিফটি। শেষ পর্যন্ত ১০৩ বলে অপরাজিত থাকেন তিনি। শেষ দিকে দীপক হুডা ৮ বলে ১৫ ও মার্কাস স্টয়নিস ৯ বলে ১০ রান করেন।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।