ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটারদের ফিটনেস নিয়ে অসন্তুষ্ট সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
ক্রিকেটারদের ফিটনেস নিয়ে অসন্তুষ্ট সালাউদ্দিন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুবিধাজনক অবস্থানে নেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। যদিও দল সুপার লিগে কোয়ালিফাই করেছে কিন্তু ক্রিকেটারদের ফিটনেস নিয়ে হতাশ দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

এমন ফিটনেসের কারণে এবার শিরোপাজয়ের স্বপ্নও দেখছেন না তিনি।

রোববার (১৭ এপ্রিল) সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালাউদ্দিন বলেন, ‘(দল যেভাবে শুরু করেছিল) কোচ হিসেবে দলকে ওই জায়গায় ফেরানো আমার পক্ষে খুব কঠিন। আমার মনে হয়, আমার দলের বেশির ভাগ খেলোয়াড় আনফিট। প্রাণশক্তি তিন-চার ম্যাচের জন্যই ছিল। এরপর আর ছিল না। আমার বার্তা আমি দলকে দিয়ে দিয়েছি। সামনের বছর যদি খেলতে হয়, তাহলে ফিটনেস নিয়ে খেলতে হবে। নয়তো খেলার সুযোগ নেই। ’

এবারের লিগে প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন এনামুল হক, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, রুবেল হোসেন, শেখ মেহেদিরা। কিন্তু বেশির ভাগের ফিটনেস নিয়েই সন্তুষ্ট নন সালাউদ্দিন, ‘মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করতে হবে। খেলা শুরুর পর ফিটনেস নিয়ে কাজ করা কঠিন। পুরো টুর্নামেন্টে আমরা সবচেয়ে বাজে ফিল্ডিং দল ছিলাম সম্ভবত। ওটা পুষিয়ে দেওয়া কঠিন হবে। আশা করছি, তারা যেন আগামীবার খেলার আগে ফিটনেস ঠিক করে আসে। তাহলে নিজের জন্য ভালো হবে, দলের জন্য ভালো হবে।  সেটা মানসিক ফিটনেস বলুন আর শারীরিক ফিটনেস, দুটি পরস্পর সম্পর্কযুক্ত। ’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, দলের টিম ফিলিংস থাকা খুব জরুরি। আপনি যত ভালো দল করেন না কেন, দলের ভেতর থেকে যদি টিম ফিলিংস না আসে, তাহলে দলের জন্য ফল পাওয়া কঠিন। আপনার তো দলের প্রতি দরদ থাকতে হবে। তারপর দল ফলাফল করবে কী করবে না, সেটা বোঝা যাবে। অন্তত যদি দরদ দিয়ে খেলেন, তার পরও যদি দল হেরে যায় তাহলে আপনার মানসিক সন্তুষ্টি থাকবে। সেই তৃপ্তি আমি পাইনি। ’

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।