ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রাইম ব্যাংকের বিপক্ষে উড়ে গেল আবাহনী

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
প্রাইম ব্যাংকের বিপক্ষে উড়ে গেল আবাহনী

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে আবাহনী লিমিটেডকে ১৪২ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

সোমবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের দেওয়া ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩২ দশমিক ৪ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় আবাহনী।

ব্যাটিংয়ে নেমে আবাহনীর মোসাদ্দেক হোসেন সৈকত ৭টি চার ও ৩ ছক্কার সাহায্যে ৫৭ বলে ৬৫ রান করেন। তবে দলের বাকিতে ব্যর্থতায় বড় পরাজয় বরণ করতে হয় ঐতিহ্যবাহী দলটিকে। প্রাইম ব্যাংকের রাকিবুল হাসান ও নাসির হোসেন তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া মেহেদী হাসান ও তাইজুল ইসলামের শিকার দুটি করে উইকেট।

টসে হেরে এর আগে প্রথমে ব্যাটিং করতে নামে প্রাইম ব্যাংক। ৫০ ওভার শেষে প্রাইম ব্যাংকের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৭৩ রান। এ ম্যাচেও হেসেছে এনামুল হক বিজয়ের ব্যাট। ৮৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেছেন তিনি। ওপেনিংয়ে তার সঙ্গী শাহাদাত হোসেন দিপু করেন ৫১ বলে ৩৮ রান।

মোহাম্মদ মিঠুন ৪৪, ইয়াসির আলী চৌধুরী ৪৩ রান করলেও ব্যাট হাতে ব্যর্থ হন মমিনুল হক ও নাসির হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।