ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ত্রোপচার করাতে সিঙ্গাপুর যাচ্ছেন শরিফুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
অস্ত্রোপচার করাতে সিঙ্গাপুর যাচ্ছেন শরিফুল

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ না খেলেই অ্যাঙ্কেলে চোটের কারণে দেশে ফিরে আসেন শরিফুল ইসলাম। চোট থেকে অবশ্য সেরে উঠেছেন তিনি।

তবে দীর্ঘদিন ধরে ‘নন স্পোর্টস’ ইনজুরি চোট বেড়াচ্ছেন এই পেসার। আর চোটের মাত্রা বেড়ে যাওয়ায় অস্ত্রোপচার করতে সিঙ্গাপুর যাচ্ছেন তিনি।

সোমবার মিরপুরে সংবাদমাধ্যমকে শরিফুল বলেন, ‘২৫-২৬ (এপ্রিল) এর মধ্যে আমরা সিঙ্গাপুর যাব। তারপর সার্জারি হবে। আশাকরি দ্রুত সুস্থ হয়ে উঠবো। ’

এদিকে আগামী ৮ মে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

শরিফুলকে এই সিরিজে পাওয়া যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘দেখা যাক এখন অপারেশনের পর দেখা যাবে কত সময় লাগে। চেষ্টা থাকবে জলদি সুস্থ হওয়ার। ’

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।