ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভবিষ্যতেও রিভার্স সুইপ খেলব : মুশফিক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মে ১৮, ২০২২
ভবিষ্যতেও রিভার্স সুইপ খেলব : মুশফিক ছবি : উজ্জ্বল ধর

মুশফিকুর রহিমের সবচেয়ে প্রিয় শট সুইপ বা রিভার্স সুইপ খেলা। এই শটে সবচেয়ে বেশি রান করেছেন, সম্প্রতি আউটও হচ্ছেন তিনি।

সবচেয়ে বড় কথা এমন সময়ে আউট হচ্ছেন, দল যখন বেশ বিপদে পড়ছে। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করে মুশফিক জানিয়েছেন, ভবিষ্যতেও খেলবেন রিভার্স সুইপ।  

সংবাদ সম্মেলনে বেশ কিছুক্ষণ পর এই শট নিয়ে প্রশ্ন আসায় বরং অবাকই হন তিনি, ‘আমি তো ভেবেছি প্রথম প্রশ্নই হবে সুইপ শট খেলে আউট হলেন (হাসি)। এটা ডিপেন্ড করে উইকেট কেমন তার ওপর। যেসব উইকেটে ডিফেন্স করে টিকতে পারবেন সেখানে তো আর অন্য শট খেলার দরকার হয় না। ’

‘আর আমি মনে করি এটা খুব ভালো উইকেট। এখানে যদি ডিফেন্স ভালো করেন তাহলে স্ট্রেইট ব্যাটে ভালো খেলা যায়, অন্যান্য শট দরকার হয় না। ’

টেস্ট ক্যারিয়ারে দুটি ডাবল সেঞ্চুরি আছে মুশফিকের। সেগুলোতেও যে রিভার্স সুইপ ছিল, মনে করিয়ে দিয়েছেন মুশফিক, ‘একটা জিনিস বলি, আমি কিন্তু আমার দুটি ডাবল সেঞ্চুরিতে রিভার্স শট সফল ভাবে খেলেছি। এটা আমি একটু বলে রাখতে চাই। ’

‘ওই দুইটা ডাবল সেঞ্চুরির ভিডিও যদি কারও কাছে থাকে দেখবেন ওই দুটো দুইশোতে তিন চারটা রিভার্স সুইপ করা আছে। এটা আমার খুব পছন্দের শট, একই সঙ্গে হাই রিস্ক শটও। তবুও আমি ভবিষ্যতে এই শট খেলা থেকে বিরত থাকব না। ’

বাংলাদেশ সময় : ২১৫৪, মে ১৮, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।