ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টেনে খেলতে পারেন সাকিব, কোচ আফতাব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
টি-টেনে খেলতে পারেন সাকিব, কোচ আফতাব

বিশ্বে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জয়জয়কার। বিভিন্ন ফরম্যাটেই দেখা যাচ্ছে এমন টুর্নামেন্ট।

আবুধাবিতে গত কয়েক বছর ধরে হচ্ছে টি-টেন লিগ। এবারের আসরে এই টুর্নামেন্টে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে, বাংলাদেশি মালিকানাধীন বাংলা টাইগার্সের হয়ে খেলতে পারেন তিনি। টি-টেন লিগের প্রথম আসরে খেলেছিলেন সাকিব। কেরালা কিংসের হয়ে ওই আসরের শিরোপা জিতেছিলেন তিনি।

তবে আফতাব আহমেদের দলটির কোচ হওয়া একরকম চূড়ান্তই। প্রথম আসরেও বাংলা টাইগার্সের প্রধান কোচ হিসেবে কাজ করেন আফতাব আহমেদ। সাপোর্ট স্টাফেও ছিল বাংলাদেশীদের আধিপত্য। দেখা গিয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল, নাজিমউদ্দিনদের।  

টিম ম্যানেজমেন্টে আফতাবের সাথে দেশের অন্যতম গুণী ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিমকেও যুক্ত করতে যাচ্ছে বাংলা টাইগার্স। মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাকে।  

এবার জাতীয় দলের ক্রিকেটারদের ভেড়াতে চেষ্টা করছে বাংলা টাইগার্স। আইকন হিসেবে সাকিবকে চাইছে তারা। দুই পক্ষের মৌখিক আলাপ আলোচনাও হয়েছে। কিন্তু অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের বাংলাদেশ সফর বলে পুরো আসরে তাকে নাও পেতে পারে দলটি।

আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর মাঠে গড়াবে আগামী নভেম্বরে। ২৩ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল হবে ৪ ডিসেম্বর।

বাংলাদেশ সময় : ২২৫৫, জুলাই ২১, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।