ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে বিশ্রামে মুশফিক-রিয়াদ, আছেন ইমন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
টি-টোয়েন্টিতে বিশ্রামে মুশফিক-রিয়াদ, আছেন ইমন

টি-টোয়েন্টিতে কখনোই বাংলাদেশ তেমন ভালো দল নয়। এবার তাই জিম্বাবুয়ে সফরের দলে পরিবর্তন আনছে বিসিবি।

বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটারদের। আগেই ছুটি নিয়েছেন সাকিব আল হাসান।

এই সিরিজে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন নুরুল হাসান সোহান। এছাড়া নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। জিম্বাবুয়ে সফরে তিন ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টির জন্য যথাক্রমে ১৬ ও ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।  

নতুন মুখ হিসেবে আছেন ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা পারভেজ হোসেন ইমন। এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটের স্কোয়াডেই আছেন হাসান মাহমুদ।  

জিম্বাবুয়ে সফরের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, ‍মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।

টি-টোয়েন্টি: মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন।

এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।