ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তিন রানে জিতল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
তিন রানে জিতল ভারত

রোমাঞ্চকর লড়াইয়ের দেখা মিলল ওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজের প্রথম ওয়ানডেতে। শেষ অবধি জয়টা পেল ভারত।

মাত্র তিন রানের জয়ে সিরিজ শুরু করেছে তারা।  

আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রানের সংগ্রহ পায় ভারত। মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি মিস করেন উদ্বোধনী ব্যাটার শিখর ধাওয়ান। ৯৯ বল খেলে ৯৭ রান করে আউট হন গুদাকেশ মোতির বলে। এছাড়া ৫৩ বলে ৬৪ রান করেন আরেক ওপেনার শুভমন গিল, তিনি হন রান আউট।  

হাফ সেঞ্চুরি করেন তিন নম্বরে খেলতে নামা ব্যাটার গুদাকেশও। ৫৭ বলে ৫৪ রান করে তিনিও আউট হয়েছেন গুদাকেশের বলে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুই উ্ইকেট করে নিয়েছেন গুদাকেশ মোতি ও আলজেরি জোসেফ।  

জবাব দিতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৭ রান করে সাজঘরে ফেরত যান ওপেনার শাই হোপ। তবে আরেক ওপেনার কাইল মেয়ার্স ফিফটি তুলে নেন। ৬৮ বলে ৭৫ রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হন তিনি।  

হাফ সেঞ্চুরি পান ব্রেন্ডন কিংও। ৬৬ বলে ৫৪ রান করে তিনি আউট হয়েছেন চাহালের বলে।  নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৪্ উইকেট হাতে রেখে তিন রানের আক্ষেপে পুড়তে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের।  

বাংলাদেশ সময় : ০৪০০, জুলাই ২৩, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।