ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

লারার পর প্রথম ৪০০ করলেন তিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
লারার পর প্রথম ৪০০ করলেন তিনি

ব্রায়ান লারার নাম এলেই অবধারিতভাবে চলে আসে তার ৪০০ রানের অবিশ্বাস্য ইনিংসের কথা। ওই ইনিংসের পর ১৮ বছর পেরিয়ে গেছে।

কিন্তু ব্যক্তিগত রানের অঙ্ক ৪০০ ছুঁতে পারেননি আর কেউ।  

এবার সেটি পারলেন স্যাম নর্থইস্ট নামের ৩২ বছর বয়সী এক ইংলিশ ক্রিকেটার। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্ল্যামারগনের হয়ে লেস্টারশায়ারের বিপক্ষে ৪১০ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেছেন তিনি। তার দল ইনিংস ঘোষণা করেছে ৫ উইকেট হারিয়ে ৭৯৫ রানে, তাদের ইতিহাসে যেটি দলীয় সর্বোচ্চ সংগ্রহ।  

নর্থইস্ট ইতিহাসের মাত্র ১১তম ৪০০ রানের ইনিংস খেলেছেন। তার ৪১০ রানের ইনিংস প্রথম শ্রেণির ক্রিকেটে বিংশ শতাব্দীর সর্বোচ্চ। লেস্টারশায়ারের বিপক্ষে শেষদিনে ৩০৮ রানে অপরাজিত থেকে খেলতে নামেন নর্থইস্ট। বোলার ওয়াকারকে মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে নিজের ৪০০ পূর্ণ করেন তিনি।

মাত্র নবম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত সংগ্রহ ৪০০ ছাড়িয়েছেন তিনি। ষষ্ঠ উইকেট জুটিতে ক্রিস কোকের সঙ্গে নর্থইস্টের গড়া ৪৬১ রানের জুটি প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ।  

বাংলাদেশ সময় : ২০০৪, জুলাই ২৩, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।