ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের লাঞ্চ করাচ্ছে বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের লাঞ্চ করাচ্ছে বিসিবি

কয়েক দিন পরই জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এই সফরে টাইগাররা যাচ্ছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়া।

সফরে যাওয়ার আগে ক্রিকেটারদের নিয়ে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জানা গেছে, রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই আয়োজন ক্রিকেট অপারেশন্স কমিটির। সব ক্রিকেটারই ইতোমধ্যে ওই হোটেলে এসে উপস্থিত হয়েছেন। কোনো সিরিজের আগে সাধারণত এমন দেখা যায় না।  

শুধু লাঞ্চের কথা বলা হলেও এখানে দলীয় কার্যক্রম নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া জিম্বাবুয়ে সিরিজের জন্য নেতৃত্ব পাওয়া সোহানের সঙ্গেও দেখা হবে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গেই একে একে জিম্বাবুয়ে সিরিজের দুই ফরম্যাটের দলে থাকা ক্রিকেটাররা আসতে থাকেন অনুষ্ঠানের ভেন্যুতে।  

আগামী ২৭ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেবেন ক্রিকেটাররা। রাত ১টা ৪০মিনিটে নুরুল হাসান সোহানের দল যাবে। এরপর ৩০ জুলাই জিম্বাবুয়ে যাবেন ওয়ানডে দলের ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।