ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

অসুস্থ বাবার জন্য দোয়া চাইলেন রুবেল হোসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
অসুস্থ বাবার জন্য দোয়া চাইলেন রুবেল হোসেন

জাতীয় দলের ডানহাতি পেসার রুবেল হোসেনের বাবা তৃতীয়বারের মতো ব্রেন স্ট্রোক করেছেন। প্রায় তিন সপ্তাহ হয়ে গেলেও এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি তিনি।

অসুস্থ বাবার জন্য তাই সবার কাছে দোয়া চেয়েছেন রুবেল।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে রুবেল লিখেছেন, 'আসসালামু আলাইকুম। আমার বাবা ২১ থেকে ২২ দিন হলো তৃতীয়বারের মতো ব্রেন স্ট্রোক করেছে। আমার বাবা আমার জীবনের অনেক বড় কিছু, সব কিছুর ঊর্ধ্বে । তার শারীরিক অবস্থা এখন এই একটু ভালো, আবার এই খারাপ হয়ে যায়। ' 

তিনি আরও লিখেছেন, 'আপনাদের কাছে অনুরোধ করছি, আমার বাবার জন্য একটু দোয়া করবেন। মহান আল্লাহ কখন কার দোয়া কবুল করে নেন আমরা জানি না তিনি তো সবকিছু দেখেন বুঝেন জানেন। আল্লাহু মালিক। '

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।