ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘আমরা বাংলাদেশি, চাইলেই রাসেল-পোলার্ড হতে পারবো না’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
‘আমরা বাংলাদেশি, চাইলেই রাসেল-পোলার্ড হতে পারবো না’

টি-টোয়েন্টিতে কখনওই সেভাবে ভালো করতে পারেনি বাংলাদেশ। এর পেছনে কারণ হিসেবে বলা হয় পাওয়ার হিটার না থাকাকে।

মাস দুয়েক পরই অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর, এই টুর্নামেন্টেও চিন্তার জায়গাটা একই।

তবে দলের নিয়মিত মুখ অলরাউন্ডার শেখ মাহেদী হাসান বলছেন, রাতারাতি চাইলেই পাওয়ার হিটার হওয়া সম্ভব না। মঙ্গলবার রাতে তিন ম্যাচের সিরিজ খেলতে জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেবে টি-টোয়েন্টি দল। এর আগে মাহেদী জানালেন, চাইলে ক্যারিবীয় তারকাদের মতো হওয়া সম্ভব নয়।

তিনি বলেছেন, ‘দেখুন, আমরা বাংলাদেশি, আমরা কেউই পাওয়ার হিটার না। আমরা চাইলে আন্দ্রে রাসেল বা পোলার্ড হতে পারব না। আমাদের সামর্থ্যের মধ্যে যেটুকু আছে তা দিয়ে যতটা উন্নতি করা যায়। ’

পাওয়ার হিটিং কোচ নিয়োগের ব্যাপারে এই অলরাউন্ডার বলেছেন, ‘হ্যাঁ পাওয়ার হিটিং কোচের দরকার। তবে আপনার যে স্কিল আছে, একে কোচ হয়তো ১০ শতাংশ এগিয়ে দেবে। কিন্তু ৩০ শতাংশকে ১০০ শতাংশকে পৌঁছে দিতে পারবে না। আমরা জন্মগতভাবেই এরকম। রাতারাতি পরিবর্তন করা মনে হয় না সম্ভব। ’

‘আমরা প্রায় ১৫ বছরের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলেছি। হলে আরও আগেই হয়ে যেত। যেহেতু হচ্ছে না, আমাদের এটা নিয়ে আরও কাজ করতে হবে। পাওয়ার হিটিংয়ের কথা সবসময়ই আসে। কিন্তু এটা ঠিক না। আমাদের সামর্থ্যের বাইরে চাইলেও করতে পারবে না। এটা আপনাদের সবাইকে বিশ্বাস করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।