ক'দিন আগেই শুরু হয়েছে মেয়েদের ফিটনেস ক্যাম্প। তাতেও খুব একটা আগ্রহ জন্মায়নি।
সংবাদ কর্মীদের আগ্রহটাও তাই নিগার সুলতানা জ্যোতির প্রতি। তার নেতৃত্বে চলতি বছরের শুরুতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। প্রথমবারেই হারায় পাকিস্তানকে। এবার ঘরের মাঠের বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় জ্যোতি।
তিনি বলেছেন, ‘খবরটা শোনার পর আমি খুব রোমাঞ্চিত। কারণ নিজের দেশে বিশ্বকাপ খেলার মতো সৌভাগ্য সবার হয় না। জানি না কী হবে..বেঁচে থাকলে খেলার সুযোগ পেলে আমাদের জন্য বড় একটা বিষয়। নিজের দেশের একটা বাড়তি সুবিধা থাকে, দর্শকদের সমর্থন থাকে যা দলকে বুস্ট আপ করতে অনেক বেশি সাহায্য করে। ’
‘আইসিসি যখন থেকে নারীদের ইভেন্টগুলো ভাগাভাগি করছিল তখন থেকে ইন্টেনশন কিন্তু এটাই ছিল যেন আইসিসি নারী ক্রিকেটকে আরও বেশি প্রোমোট করতে পারে। আমার কাছে মনে যেহেতু শুধু এটা নারীদের বিশ্বকাপ, বিশ্বজুড়ে ভালো নজরে থাকবে, আর বাংলাদেশ ক্রিকেটেও ফোকাস থাকবে। ’
ঘরের মাঠের বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত হলেও এর আগেই খেলতে হবে আরেকটি টি-টোয়েন্টির বিশ্ব আসর। আপাতত সেটির বাছাই পর্বতেই নজর জ্যোতির। তিনি মনে করছেন, ম্যাচ খেলেই প্রস্তুত হওয়া যাবে ‘২৪ বিশ্বকাপের জন্য।
জ্যোতি বলেছেন, ‘এখনও কিন্তু আমাদের হাতে অনেক বেশি সময় আছে। এখনই ওটাতে এগোতে চাচ্ছি না। আমাদের পরের যে বিশ্বকাপ বাছাই, যেটা না হলে হয়তো পরের বিশ্বকাপটা খেলতে পারবো না আমরা সেটাতে নজর দিচ্ছি। ’
‘সামনের বিশ্বকাপের জন্য অনেকগুলো টি-টোয়েন্টি খেলতে পারবো, অনেকগুলো দ্বিপক্ষীয় সিরিজও আছে যেগুলোতে অন্তত তিনটা টি-টোয়েন্টি খেলবো, যেটা পরের বিশ্বকাপের জন্য প্রস্তুত করে ফেলবে। আমার কাছে মনে হয় ধাপে ধাপে এগোনো ভালো। ’
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এমএইচবি/আরইউ