ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

‘এশিয়া কাপ জিততে ১১০ ভাগ দিয়ে চেষ্টা করব’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
‘এশিয়া কাপ জিততে ১১০ ভাগ দিয়ে চেষ্টা করব’

বাংলাদেশ ক্রিকেটের বড় সাফল্যগুলোর একটি নারীদের এশিয়া কাপ জয়। ২০১৮ সালে ভারতকে হারিয়ে প্রথমবার বাংলাদেশকে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ এনে দেন সালমা খাতুনরা।

এরপর গত ৪ বছর ধরে হয়নি এশিয়া কাপ।

এবার এই টুর্নামেন্ট হবে ঘরের মাটিতে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে শুরু হবে এশিয়া কাপ। ঘরের মাঠে শিরোপা ধরে রাখতে ১১০ শতাংশ দিয়ে চেষ্টা করবেন বলে জানিয়েছেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

তিনি বলেছেন, ‘২০১৮ সালের পর যখন আর এশিয়া কাপ হল না আমরা কিন্তু এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে আছি। সালমা আপুর হাতে শিরোপা এসেছে, এবার যেহেতু আমাদের মাঠে খেলা, দল হিসেবেও আমরা শক্তিশালী। ’

‘কারণ নিজের মাঠে সবাই সেরা। এশিয়া কাপের আগে আমরা যেহেতু বিশ্বকাপ বাছাই পর্ব খেললো আমাদের জন্য ভালো প্রস্তুতি হবে। ইচ্ছে তো আছে ট্রফিতো নিজের ঘরে আছে নিজের ঘরেই রাখার জন্য। ১১০% দিয়ে চেষ্টা করবো আমাদের ট্রফি আমাদের ঘরেই রাখতে। ’

ছেলে ও মেয়ে দুই দলেরই ব্যাটিংয়ে চিন্তার নাম পাওয়ার হিটিং। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও ভুগতে হয়েছে বাংলাদেশকে। টি-টোয়েন্টিতে দল হিসেবে উন্নতিতেও বাধা পাওয়ার হিটার না থাকা। টাইগ্রেস অধিনায়ক অবশ্য আশাবাদী, শিগগিরই পাওয়া যাবে তেমন কাউকে।

তিনি বলেছেন, ‘আমরা বরাবরই ব্যাটিংটা নিয়ে বেশি স্ট্রাগল করি। আপনারা দেখেছেন ওয়ানডে বিশ্বকাপেও একটা বিষয় ছিল। যখন আমরা রান আরেকটু আগানোর চেষ্টা করি, ৩৫-৫০ ওভারে তখন কিন্তু আমরা একটা পাওয়ার হিটার ব্যাটার মিস করি। দুয়েকজন প্লেয়ার আছে ইমার্জিং, তাদের নিয়ে কোচরা কাজ করছে, যেন আমাদের ওই ঘাটতি পূরণ করতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।