ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মুমিনুলকে ‘পুরোপুরি বিশ্রাম’ দেওয়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
মুমিনুলকে ‘পুরোপুরি বিশ্রাম’ দেওয়া হয়েছে

অধিনায়কত্ব ছাড়ার এক ম্যাচ পরই একাদশেও জায়গা হারান মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ছিলেন না তিনি।

শুরুতে বলা হয়েছিল, ‘এ’ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হবে মুমিনুলকে। কিন্তু শেষ অবধি হয়নি সেটিও।  

অনেকের ধারণা ছিল- এ দলেও বোধ হয় বিবেচনা করা হয়নি মুমিনুলকে। দুইটি চার ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে শুক্রবার দেশ ছাড়বে ‘এ’ দল। তার আগে সংবাদ সম্মেলনে জাতীয় দলের নির্বাচক ও এই সফরের ম্যানেজার আব্দুর রাজ্জাক জানিয়েছেন, পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছে মুমিনুলকে।

তিনি বলেছেন, ‘মুমিনুল আসলে একটা অল্প সময়ের জন্য অফফর্মে আছে। ওকে এখানে বিবেচনা আনা – না আনার প্রশ্নই আসে না। আমি মনে করি ওকে পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছে। টেস্ট ক্রিকেট এমনিতেই কঠিন, মুমিনুলের বাজে সময় যাচ্ছিল আবার সে অধিনায়কও। তো মাঝে মাঝে মানুষের ছোট বিরতি দরকার হয়। ’

‘এটা মানসিক রিফ্রেশ, ফিজিক্যালি, পারফরম্যান্স ভালো করে ফিরুক এজন্য। আমি শুনেছি যে তাহলে মুমিনুলকে কি এ দলেও জায়গা দেয়া হবে না…না এটা এমন না। মুমিনুলকে বিবেচনা না, এটা ওকে বিশ্রাম দেয়া হয়েছে। খুব চাপে ছিল সে, মুমিনুলের এমন কোন বয়স হয়ে যায়নি যে আর ফিরতে পারবে না। এমন না। এটা একদমই বিশ্রাম। ’
 
মুমিনুলের প্রসঙ্গ আসতেই চলে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। আসন্ন জিম্বাবুয়ে সফরের স্কোয়াডে নেই গত সিরিজের টি-টোয়েন্টি অধিনায়ক। ভবিষ্যতে থাকবেন, মেলেনি এমন নিশ্চয়তাও। তাহলে কি মাহমুদউল্লাহকেও মুমিনুলের মতোই বিশ্রাম দেওয়া হয়েছে?

রাজ্জাক বলেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজে সাকিবও নাই, সিনিয়ররা নাই। বিশ্রামের ব্যাপারটা এরকম…আমাদের টি-টোয়েন্টিতে খুব ভাল হচ্ছে তা না। আমাদের জন্য তুলনামুলক সহজ সিরিজ জিম্বাবুয়ে। একটা নতুন ক্রিকেটারকে তো আমরা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজে নামিয়ে দিতে পারব না। এজন্য এখানে সুযোগ নেয়া হয়েছে। ’

বাংলাদেশ সময় : ১৮১৪, জুলাই ২৮, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।