ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

শতভাগ চেষ্টা করেছেন, দিনশেষে নিজেকে বলতে চান আফিফ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
শতভাগ চেষ্টা করেছেন, দিনশেষে নিজেকে বলতে চান আফিফ

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে নেই কোনো সিনিয়র ক্রিকেটার। সাকিব আল হাসান ছুটি নিয়েছেন, বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে।

নেতৃত্বের দায়িত্বটা দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলের অন্যতম ভরসার নাম হতে পারেন আফিফ হোসেন ধ্রুব।  

২০১৮ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় তার। এখন অবধি দেশের হয়ে টি-টোয়েন্টিতে ৪৪ ম্যাচ খেলে ফেলেছেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে ১৭.৬৮ গড় ও ১১৭.২৩ স্ট্রাইক রেটে ৬১৯ রান করেছেন আফিফ। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের প্রত্যাশাটা যেন সেভাবে মেটাতে পারছেন না আফিফ।  

তিনি অবশ্য বলছেন, কখনওই বড় করে ভাবেন না। বৃহস্পতিবার জিম্বাবুয়ে থেকে পাঠানো এক ভিডিও বার্তায় আফিফ বলেছেন, ‘আমি কখনওই এত বড় করে ভাবি না, সামনে কী আছে। আমি শুধু বর্তমানটাতে ভালো করার চেষ্টা করি। নিজের শতভাগ দেওয়ার চেষ্টা থাকে। ’
 
সিনিয়রদের অনুপস্থিতিতে কী দায়িত্বটা বাড়বে আফিফের? তার জবাব, ‘আমি প্রথমেই বলেছি, সবসময় বর্তমান নিয়ে থাকার চেষ্টা করি। আমার দায়িত্ব বা সবকিছু, যেন সেরা এফোর্টটা দিতে পারি। নিজেকে যেন দিনশেষে বলতে পারি আমি আমার শতভাগ দিয়েছি, এটাই চেষ্টা করি। ’ 

সিনিয়রদের ছাড়া এই সিরিজ দলের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং। গত বছরের সফরে অবশ্য সবগুলো ম্যাচেই জয় পেয়েছে টাইগাররা। এবার দলের পরিকল্পনা কেমন? আফিফ বলেছেন, ‘পরিকল্পনা তো অবশ্যই জেতার। আমরা চেষ্টা করব সবগুলো ম্যাচ জিততে। ’ 

বাংলাদেশ সময় : ২১১৪, জুলাই ২৮, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।