ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কাবুল স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ চলাকালীন আত্মঘাতী হামলা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
কাবুল স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ চলাকালীন আত্মঘাতী হামলা!

আফগানিস্তানের কাবুল স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর স্টেডিয়ামের এক প্রান্ত থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

এ ঘটনায় ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্স এমনটাই জানিয়েছে। তবে বিস্ফোরণের ঘটনায় দুই দলের ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা অক্ষত আছেন বলে জানা গেছে।  

আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নসিব খানের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, 'ঘরোয়া একটি লিগের খেলা চলাকালীন সময়ে স্টেডিয়ামের গ্যালারিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন সাধারণ মানুষ আহত হয়েছেন। '

জানা গেছে, কাবুল স্টেডিয়ামে ওই সময় দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগের খেলা চলছিল। ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল বন্দে আমির ড্রাগনস এবং পামির জালমি। ২০১৩ সাল থেকে এই লিগ চলছে। ম্যাচটি দেখতে নাকি ওই সময় যুক্তরাষ্ট্রের কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।  

স্টেডিয়ামের এক প্রান্তে বিস্ফোরণ হতেই নিরাপদ আশ্রয়ের জন্য ক্রিকেটাররা বাঙ্কারের দিকে দৌড়ে যান।  

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।