ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘বাংলাদেশি ব্র্যান্ডের’ ক্রিকেট খেলতে চান সোহান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
‘বাংলাদেশি ব্র্যান্ডের’ ক্রিকেট খেলতে চান সোহান

নুরুল হাসান সোহান নতুন অধিনায়ক হয়েছেন, কিন্তু তিনি দিচ্ছেন পুরোনো সেই প্রতিশ্রুতি। টানা হারের ব্যর্থতা কাটিয়ে ভয়ডরহীন ক্রিকেট খেলার বার্তাটা দিয়েছিলেন দেশে থাকতেই।

জিম্বাবুয়েতে গিয়ে বললেন, খেলতে চান একদমই বাংলাদেশি ব্র্যান্ডের ক্রিকেট।  

শনিবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা। এর আগে সংবাদ সম্মেলনে তার কাছে প্রশ্ন এলো পাওয়ার হিটিং নিয়ে। অনেকদিন ধরেই টি-টোয়েন্টিতে টাইগারদের মাথা ব্যথার কারণ যেটি। জবাবে সোহান জানালেন, নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাওয়ার ইচ্ছে।

শুক্রবার তিনি বলেছেন, ‘আমরা বাংলাদেশি, নিজেদের ব্র্যান্ডের একটা ক্রিকেট খেলতে চাই। অনেক দল হয়তো পাওয়ার হিটিং খুব ভালো করে। কিন্তু আমার কাছে মনে হয় আমরা যদি স্মার্ট ও সেন্সেবল থাকি। ওভার বাউন্ডারি না হলেও বাউন্ডারি মারতে পারবো। এটা আমাদের নিজেদের একটা সুযোগ বা চাওয়া যেন আমরা নিজেদের ব্র্যান্ডের ক্রিকেটটা খেলতে পারি। ’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টি-টোয়েন্টিতে পারফরম্যান্স খুব একটা ভালো না। শেষ ১২ ম্যাচের কেবল একটিতে জিতেছে টাইগাররা। তার ওপর জিম্বাবুয়ে সিরিজে নেই সিনিয়র ক্রিকেটারদের কেউ। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্রাম; ছুটিতে সাকিব আল হাসান।

তবে অধিনায়ক সোহান ভরসা রাখতে চান নিজেদের অভিজ্ঞতায়, ‘আমরা কয়েকজন গত ৬-৭ বছর ধরে খেলছি। অভিজ্ঞ ছেলেরাও এখানে আছে। আমি দল নিয়ে খুশি। আমার মনে হয় আমাদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, কিন্তু আশা করি সেটা উতরে যেতে পারব। ’

জিম্বাবুয়ের কন্ডিশন নিয়ে সোহানের ভাবনা, ‘তাদের কন্ডিশনে তারা খুবই ভালো দল। একই সঙ্গে আমরাও এখানে দৌড়াতে আসিনি, সিরিজ জিততে এসেছি। এটাই আমাদের জন্য মূল ব্যাপার। ’

বাংলাদেশ সময় : ২২০৩, জুলাই ২৯, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।