ওয়ানডেতে বাংলাদেশ ভালো করছে অনেকদিন ধরেই। এই বছরই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জিতেছিল তামিম ইকবালের দল।
উল্টো বাংলাদেশ নেমেছিল এক পেসার নিয়ে। জিম্বাবুয়ের তুলনামূলক সহজ প্রতিপক্ষ। তাদের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাঠানো হয়েছে নতুনদের। কিন্তু তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডটা আগের মতোই, হজের ছুটি শেষে যোগ দিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। একাদশে কি কোনো পরীক্ষা দেখা যাবে এবার?
শুক্রবার রাতে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ওয়ানডে অধিনায়ক তামিম বলেছেন, ‘আমার তো মনে হয় তরুণরা সব সুযোগই পাচ্ছে এখন। একটা দলে ১৫ জন থাকে, সবাইকে তো খেলানোর সুযোগ থাকে না। আপনি যদি শেষ সিরিজেও দেখেন, তরুণরাই খেলেছে। এই সিরিজে মুশফিক ঢুকছে, সে আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। ’
সম্প্রতি দেশের ক্রিকেটে ভালোভাবেই আলোচনায় তরুণদের খেলানোর প্রসঙ্গ। তামিম অবশ্য তাতে খানিকটা বিরক্ত, ‘আমার কাছে মনে হয় না তরুণ বা বয়স্ক...এটা নিয়ে ইদানিং বেশি কথা হচ্ছে। যারা ক্যাপেবল, তারাই সুযোগ পাবে ১৫ জনে বিশেষত। আর সেরা একাদশ আমরা বেছে নেবো। ’
‘১৫ জনে অনেক সময় অনেকে গেম টাইম পায় না। এরকম যদি সুযোগ থাকে, আমরা খেলাতে পারি, দলের জন্য ভালো হবে। কিন্তু যেটা বললাম, এটা আন্তর্জাতিক ক্রিকেট, আন্তর্জাতিক সিরিজ; পাড়ার কোনো খেলা না, আমি একে-ওকে খেললাম। যেই হোক, যে ডিজার্ভ করে জায়গা, সে অবশ্যই খেলবে। ’
বাংলাদেশ সময় : ০১১৯, জুলাই ৩০, ২০২২
এমএইচবি