ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আইপিএল এমন মঞ্চ, যেখানে সবাই খেলতে চায়: সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
আইপিএল এমন মঞ্চ, যেখানে সবাই খেলতে চায়: সাকিব

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে অনেকদিন ধরেই বাংলাদেশের নিয়মিত মুখ ছিলেন সাকিব আল হাসান।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জয়ের স্বাদও পেয়েছেন তিনি।

তবে গত আসরে খেলা হয়নি সাকিবের। দুই কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে উঠলেও তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। আর কি সাকিবকে দেখা যাবে আইপিএলে? তিনি অবশ্য বলছেন, এটি এমন একটি টুর্নামেন্ট যেখানে সবাই খেলতে চায়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক অনুষ্ঠানে সাকিব বলেছেন, ‘দেখেন, আসলে আবেগের জায়গাটা কম, আবেগ দিয়ে সবসময় সব কিছু বিবেচনা করা যায় না। আইপিএল এমন একটা মঞ্চ এখন, আপনি স্বীকার করেন বা না করেন; পুরো বিশ্বের ক্রিকেটাররাই চায় এমন একটা জায়গায় খেলতে। এখানে খেলাটা সব খেলোয়াড়ের জন্যই ভালো একটা সুযোগ। এখান থেকে যে অভিজ্ঞতাটা আপনি পান সেটি অনেক বড় কিছু। ’

এরপরই নিজের পুরোনো অভিজ্ঞতার কথা জানান সাকিব, ‘আপনি যদি দেখেন ২০১৯ বিশ্বকাপের আগেও আমি ম্যাচ খেলিনি। পুরো দেড় মাস আমি ওখানে বসেছিলাম। ওখানে থাকার কারণে জনি বেয়ারস্টো, রশিদ খান, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন ওদের সাথে থেকে দেখেছি যে বিশ্বসেরা কীভাবে হওয়া যায়। বিশ্ব ক্রিকেটকে যে ওরা লিড করে সেটা কী কারণে করে, সেটা আমি ওখান থেকেই জেনেছি। ’

‘ওখানে যদি না যেতাম কখনোই জানতে পারতাম না। চেষ্টা করেছি কীভাবে ওদের কাছাকাছি যাওয়া যায়। আমার মনে হয় যেটা আমাকে অনেক কাজে দিয়েছে। ২০১৯ বিশ্বকাপে তার ফল আমি পেয়ছি। আইপিএল বলেন সিপিএল বলেন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে অভিজ্ঞতা পাওয়া যায় তা দেশের ক্রিকেটেরই লাভ হবে। শুধু আইপিএল না অন্য যে কোনো টুর্নামেন্ট বয়কট করার কোনো মানেই হয় না। ’

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।