ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

শুরুর ধাক্কা সামলে রানের গতি বাড়াচ্ছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
শুরুর ধাক্কা সামলে রানের গতি বাড়াচ্ছে জিম্বাবুয়ে

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই মোস্তাফিজুর রহমানের শিকার হন রেজিস চাকাভা। বাঁহাতি এই পেসারের বোল ছক্কা মারতে গিয়ে নাজমুল হাসান শান্তর তালুবন্দি হন তিনি।

১১ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ে ওপেনার। তিনে ব্যাট করতে নেমে আরভিনকে সঙ্গ দেন ওয়েসলি মাধেভেরে। গড়েন ২৮ রানের জুটি। তবে তা বেশিক্ষণ টেকেনি।

সপ্তম ওভারের প্রথম বলে জিম্বাবুয়ে অধিনায়ককে নিজের শিকার বানান মোসাদ্দেক হোসাইন। ১৮ বলে ২১ রান করে বোল্ড হন তিনি।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৮০ রান।

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শনিবার (৩০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরেছেন নাজমুল হাসান শান্ত, মুনিম শাহরিয়ার ও তাসকিন আহমেদ। সিরিজ থেকে পারিবারিক কারণে ছুটিতে রয়েছেন সাকিব আল হাসান। বিশ্রামে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।  

অপরদিকে জিম্বাবুয়ে একাদশে এসেছে এক পরিবর্তন। দলটির অফ স্পিনিং অলরাউন্ডার টনি মুনিয়োঙ্গার বদলে জায়গা করে নিয়েছেন টানাকা চিভাঙ্গা

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।