ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

এক ওভারেই জোড়া শিকার মোসাদ্দেকের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এক ওভারেই জোড়া শিকার মোসাদ্দেকের

সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রথম ম্যাচে ১৭ রানে হেরেছে টাইগাররা।

দ্বিতীয় ম্যাচে তাই জিততেই হবে নুরুল হাসান সোহানের দলকে। ওই লক্ষ্যের শুরুটা অবশ্য দারুণ হয়েছে।  

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। প্রথম ওভারেই টাইগারদের জোড়া সাফল্য এনে দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।  

ইনিংসের একদম প্রথম বলেই রেজিস চাকাভাকে ফেরান তিনি। নুরুল হাসান সোহানের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান এই ব্যাটার। মোসাদ্দেক নিজের দ্বিতীয় সাফল্য পেয়ে যান ওভারের শেষ বলে।  

৫ বলে ৪ রান করে মাহেদী হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান ওয়েসলি মাদাভিরা। আগের ম্যাচে ফিফটি এসেছিল তার ব্যাট থেকে।  

বাংলাদেশ সময় : ১৭০৯, জুলাই ৩১, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।