ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভিসা জটিলতা কাটিয়ে শনিবার ভারত যাচ্ছেন মিঠুনরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
ভিসা জটিলতা কাটিয়ে শনিবার ভারত যাচ্ছেন মিঠুনরা

অবশেষে কেটেছে বাংলাদেশ ‘এ’ দলের ভিসা জটিলতা। শনিবার (২২ অক্টোবর) দুইটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ ‘এ’ দল উড়াল দিচ্ছে ভারতের উদ্দেশে।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক ও ভারত সফরে দলের ম্যানেজার হাবিবুল বাশার সুমন।

আগের সূচি অনুযায়ী ৯ অক্টোবর দেশ ছাড়ার কথা ছিল মোহাম্মদ মিঠুনদের। ১২ অক্টোবর মাঠে গড়াতো প্রথম চারদিনের ম্যাচ। তবে ভিসা জটিলতায় তখন যাওয়া হয়নি।

সিরিজ পিছিয়ে গেলেও ম্যাচের সংখ্যা ঠিকঠাকই থাকছে। আগামী ২৫ অক্টোবর প্রথম চারদিনের ম্যাচ মাঠে গড়াবে। ১ নভেম্বর সফরের দ্বিতীয় চারদিনের ম্যাচ। একদিনের ম্যাচ তিনটি হবে ৭, ৯ ও ১১ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে চিদাম্বরম স্টেডিয়ামে। ভারতের রঞ্জি দল তামিলনাড়ুর বিপক্ষে খেলবে বাংলাদেশ ‘এ’।

মিঠুনের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দলের চারদিনের স্কোয়াডে যারা আছেন: সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাইম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ এনামুল হক।

এছাড়া একদিনের স্কোয়াডে যারা আছেন: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক বিজয়, নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম পাটোয়ারি, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভীর ইসলাম, শেখ মাহেদী হাসান, মৃতুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিশাদ হোসাইন, রেজাউর রহমান রাজা, মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।