ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

হারিস, নওয়াজের পর বিপিএলে মালিকের ঠিকানাও রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
হারিস, নওয়াজের পর বিপিএলে মালিকের ঠিকানাও রংপুর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে এক বছর পিছিয়ে যাওয়ায় বিপিএলে আসছেন একের পর এক পাকিস্তানি ক্রিকেটার। এবার তৃতীয় পাকিস্তানীকে দলে ভেড়ানোর খবর জানালো রংপুর রাইডার্স।

স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ, পেসার হারিস রউফের পর অভিজ্ঞ শোয়েব মালিককে দলে টেনেছে তারা।  

ভেরিফাইড ফেসবুক পেজে রংপুর রাইডার্স শোয়েব মালিককে স্বাগত জানিয়ে লিখেছে, ‘৪৮১ টি-টোয়েন্টি ম্যাচ এবং ১১,২০৯ রানের সুবিশাল অভিজ্ঞতা নিয়ে রংপুর রাইডার্সে রাজত্ব করতে আসছেন শোয়েব মালিক। রংপুর রাইডার্স পরিবারে স্বাগতম। ’

বয়স ৪০ হয়ে গেলেও এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপটের সঙ্গে খেলছেন মালিক। আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ, সিপিএলসহ বিশ্বজুড়ে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলার অভিজ্ঞতা আছে তার। বিপিএলে খেলেছেন একাধিক দলের হয়ে।

পাকিস্তানের হয়ে ৩৫ টেস্ট, ২৮৭ ওয়ানডে ও ১২৪ টি-টোয়েন্টি খেলে যথাক্রমে রান করেছেন ১৮৯৮, ৭৫৩৪ ও ২৪৩৫। বল হাতে যথাক্রমে নিয়েছেন ৩২, ১৫৮ ও ২৮ উইকেট। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৮১টি ম্যাচ খেলে ১১৯০২ রান ও ১৬০টি উইকেট নিয়েছেন মালিক।

বাংলাদেশ সময় : ১৪১১, অক্টোবর ২১, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।