ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে ‘ভয়ংকর দল’ ভাবছে নেদারল্যান্ডস

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
বাংলাদেশকে ‘ভয়ংকর দল’ ভাবছে নেদারল্যান্ডস

প্রথম রাউন্ডের বাধা পার করে নেদারল্যান্ডস পৌঁছেছে সুপার টুয়েলভে। শেষদিনে ভাগ্যও কিছুটা সহায় হয়েছে তাদের।

অন্যদিকে র‍্যাংকিংয়ে উপরে থাকার সুবাদে সরাসরি সুপার টুয়েলভে খেলছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডাচদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এর আগে বেশিরভাগের কাছেই ফেভারিট বাংলাদেশ। নেদারল্যান্ডসের ক্রিকেটার টম কুপার অবশ্য বাংলাদেশকে ভয়ংকর দল মানছেন।

কুপার বলেছেন, ‘আমরা এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বীতা করতে এসেছি। শেষদিন ভাগ্য আমাদের সহায় ছিল। কিন্তু এখন সুপার টুয়েলভে আমরা লড়াই করতে চাই। আশা করি আগামীকাল ভালো শুরু করতে পারবো। ’
 
‘বাংলাদেশ ভয়ংকর দল। টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। তাদের অতীত রেকর্ডের দিকে আমরা খুব বেশি দেখছি না। বাংলাদেশের দিনে তারা যে কাউকে হারাতে পারে। অতীতে তাদের সঙ্গে কিছু ক্লোজ ম্যাচ হয়েছে, বাংলাদেশের সঙ্গে লড়াই করা ও একটা জয় পাওয়া হবে দারুণ ব্যাপার। ’

নেদারল্যান্ডস বাংলাদেশকে হারালে সেটা আপসেট হবে না বলেও দাবি কুপারের, ‘আপনারা এটাকে আপসেট ভাবছেন কিন্তু আমরা সেভাবে দেখছি না। এখানে এসেছি লড়াই করতে। অতীতে তাদের সঙ্গে ক্লোজ ম্যাচ আছে। বাংলাদেশকে হারাতে না পারার কোনো কারণ দেখছি না। ’

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
এমএইচবি/এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।