ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ব্যাট করবে বাংলাদেশ, একাদশে সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
টস হেরে ব্যাট করবে বাংলাদেশ,  একাদশে সৌম্য

হারের বৃত্তে বন্দি থাকা দলের ভাগ্য বদলের লড়াই বাংলাদেশের জন্য। চারদিক থেকেই চাপ আছে সাকিব আল হাসানের দলের ওপর।

অন্যদিকে নেদারল্যান্ডস ফুরফুরে মেজাজে। প্রথম রাউন্ড পাড় করে আসার সুখস্মৃতি আছে তাদের।  

সোমবার হোবার্টে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ।  সর্বশেষ ২০১৬ সালে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়ে ৮ রানের ব্যবধানে জয় পায় টাইগাররা।

এদিকে একাদশে জায়গা হয়নি উদ্বোধনী ব্যাটার হিসেবে চিন্তায় থাকা মেহেদী হাসান মিরাজের। তিনি না থাকলেও সুযোগ পেয়েছেন স্ট্যান্ডবাই থেকে দলে জায়গা করে নেওয়া সৌম্য সরকার।   ১৫ জনের স্কোয়াড থেকে সুযোগ পাননি নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেনও।

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

নেদারল্যান্ডস একাদশ : ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, বাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), টিম প্রিঙ্গল, লোগান ফন বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন।  

বাংলাদেশ সময় : ০৯৩৮, অক্টোবর ২৪, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।