ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাসকিনের হাত ধরে ঘুচল ১৫ বছরের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
তাসকিনের হাত ধরে ঘুচল ১৫ বছরের আক্ষেপ

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ দল। এর মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের 'মূল পর্ব' তথা সুপার টুয়েলভ পর্বে নিজেদের দ্বিতীয় জয়ের মুখ দেখলো টাইগাররা।

প্রায় ১৫ বছর আগে 'প্রথম' জয়টির দেখা পেয়েছিল বাংলাদেশ দল।  

আজ সোমবার হোবার্টের বেলেরিভ ওভালে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ দল। ম্যাচে ৪ ওভারে মাত্র ২৫ রান খরচে ৪ উইকেট নিয়ে টাইগারদের জয়ের নায়ক তাসকিন আহমেদ। ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন এই ডানিহাতি পেসার।

এর আগে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে মাত্র ২৭ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। পরে বল হাতে নেন ১টি উইকেটও। ওই ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন সাবেক টাইগার দলপতি।

সেই ২০০৭ বিশ্বকাপে পাওয়া ওই এক জয়ে বাংলাদেশ সুপার এইটে উঠে আসে। কিন্তু সেখানেই তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়। এরপর বিশ্বকাপে আরো ৬টি ম্যাচ বাংলাদেশ জিতেছে। কিন্তু কোনোটিই মূল পর্বে নয়। এবারের জয়টি তাই টাইগারদের জন্য 'স্পেশাল'।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।