২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ দল। এর মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের 'মূল পর্ব' তথা সুপার টুয়েলভ পর্বে নিজেদের দ্বিতীয় জয়ের মুখ দেখলো টাইগাররা।
আজ সোমবার হোবার্টের বেলেরিভ ওভালে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ দল। ম্যাচে ৪ ওভারে মাত্র ২৫ রান খরচে ৪ উইকেট নিয়ে টাইগারদের জয়ের নায়ক তাসকিন আহমেদ। ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন এই ডানিহাতি পেসার।
এর আগে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে মাত্র ২৭ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। পরে বল হাতে নেন ১টি উইকেটও। ওই ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন সাবেক টাইগার দলপতি।
সেই ২০০৭ বিশ্বকাপে পাওয়া ওই এক জয়ে বাংলাদেশ সুপার এইটে উঠে আসে। কিন্তু সেখানেই তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়। এরপর বিশ্বকাপে আরো ৬টি ম্যাচ বাংলাদেশ জিতেছে। কিন্তু কোনোটিই মূল পর্বে নয়। এবারের জয়টি তাই টাইগারদের জন্য 'স্পেশাল'।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
এমএইচএম