ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে ভেসে গেল নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
বৃষ্টিতে ভেসে গেল নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ

ঘণ্টাখানেক আগে একই মাঠে বৃষ্টি আইনে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে একইরকম ফলের আশা হয়তো আফগানিস্তানও আশা করেছিল।

নিউজিল্যান্ডের জন্য ক্ষতিটা আরও বেশিই হলো। কারণ ম্যাচটা জিতলে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে যাতে পারতো তারা। কিন্তু বৃষ্টি সব ভেস্তে দিল।  

২০২২ টি-টোয়েন্ট বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ 'ওয়ান'-এর ম্যাচটি বৃষ্টি বাধায় পণ্ড হলো। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টি হানা দিলেও ডিএল মেথডে ফলাফল আসে। ৫ রানে জিতে যায় আইরিশরা। কিন্তু সেই বৃষ্টি আর থামেনি। দিনের দ্বিতীয় ম্যাচে একটা বলও মাঠে গড়াতে পারেনি। এমনকি হয়নি টসও। ফলে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হচ্ছে।

এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিল নিউজিল্যান্ড, হারিয়েছিল ৮৯ রানের ব্যবধানে। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ইংলিশদের কাছে ৫ উইকেটে হেরেছিল আফগানিস্তান। আজকের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় ২ ম্যাচে ৩ পয়েন্ট হলো নিউজিল্যান্ডের। এখনও গ্রুপের শীর্ষেই আছে তারা। অন্যদিকে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার নিচে অবস্থান আফগানদের।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।