ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তামিলনাড়ুতে দেড়শ পেরোনো ইনিংস খেললেন মিঠুন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
তামিলনাড়ুতে দেড়শ পেরোনো ইনিংস খেললেন মিঠুন

জাতীয় দলে নিজেকে মেলে ধরতে পারেননি মোহাম্মদ মিঠুন। ব্যাটিং ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়েছেন তিনি।

এরপর ‘এ’ দলের অধিনায়কের দায়িত্ব পান এই ব্যাটার। সেখানেও ব্যর্থ হয়েছেন কয়েকবার। তবে এবার চমক দেখিয়ে দেড়’শ পার করা ইনিংস খেলেছেন মিঠুন। তার দারুণ ব্যাটিংয়ে বড় লিডের পথে রয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

ভারতের তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে ৭ উইকেট হারিয়ে ৮২ রান করে প্রথম দিন শেষ করে তামিল নাড়ু। এরপর দ্বিতীয় দিনে ব্যাট হাতে আলো ছড়ান মিঠুন। তার দারুণ ১৫৬ রানের অপরাজিত ইনিংসে ২৬৭ রানে এগিয়ে আছে ‘এ’ দল।

৫ উইকেটে ২৩০ রান নিয়ে এদিন ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ‘এ’ দল। ৭৪ রানে ব্যাট করতে থাকা মিঠুন জ্বলে উঠেন। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একাই লড়াই পার করেন দেড়’শ রান। দলের স্কোরবোর্ডে যোগ হয় আরও ১২৯ রান। অপরাজিত থাকা আরেক ব্যাটার জাকের আলী অনিক করেছেন ১৫ রান। তামিল নাড়ুর হয়ে ভিঙ্গেশ ও অজিত রাম ৪টি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।