ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

রুশোর সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
রুশোর সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য

শুরুতেই তাসকিন আহমেদ ফেরালেন টেম্বা বাভুমাকে। প্রথম ওভারে দিলেন কেবল দুই রান।

কিন্তু নিজের দ্বিতীয় ওভারে এসে টানা দুই নো বলে হজম করলেন ২১ রান, ছন্দ খুঁজে পেল দক্ষিণ আফ্রিকা। এরপর রাইলে রুশো ও কুইন্টন ডি ককের জুটি ঝড় তুলল রীতিমতো। সেঞ্চুরির দেখা পেলেন রুশো। বাংলাদেশের সামনে দাঁড় করালেন বড় লক্ষ্য।

বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ২০৬ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে এই রানের লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা।

ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক সাকিব আল হাসান আস্থা রাখেন তাসকিন আহমেদের ওপর। প্রথম বল ডট দেওয়ার পর দ্বিতীয় বলে দুই রান নেন বাভুমা।  

তাসকিনের পরের তিন বলেই কোনো রান নেওয়া যায়নি। শেষ বলে তিনি নেন উইকেট। তার লেন্থ বল উইকেটের পেছনে দাঁড়ানো নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান বাভুমা। ৬ বল খেলে ২ রান করেন প্রোটিয়া অধিনায়ক। এরপর হাত খুলেছেন রুশো ও ডি কক।

দুজন মিলে গড়েন ১৬৩ রানের জুটি। দ্রুতগতির রানের সঙ্গে একের পর এক বাউন্ডারি হাঁকান রুশো ও ডি কক। তাদের জুটি ভাঙে ১৫তম ওভারে এসে আফিফ হোসেনের বলে। ৭ চার ও ৩ ছক্কায় ৩৮ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন ডি কক।

অন্যপ্রান্তে অবশ্য সেঞ্চুরি তুলে নেন রুশো। বাউন্ডারির সঙ্গে দৌড়েও রান নেন তিনি। সাকিব আল হাসানের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৭ চার ও ৮ ছক্কায় ৫৬ বলে ১০৯ রান করেন রুশো।  

তার বিদায়ের পর কিছুটা মন্থর হয়ে যায় প্রোটিয়াদের রান তোলার গতিও। শেষ পর্যন্ত তারা করেছে ২০৫ রান। বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ৪৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তাসকিন। ৩ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট পান সাকিব।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এমএইচবি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।